Table of Contents
রবি মিনিট চেক কোড ২০২২
আপনি কি রবি সিম ব্যবহার করেন? এবং আপনি কি রবি মিনিট চেক কোড জানতে চান? তাহলে আজকের পোস্টটি শেষ পর্যন্ত দেখতে থাকুন।
কারণ আজকে আমরা কিভাবে রবি সিমে মিনিট চেক করে সেই সম্পর্কে বিস্তারিত জানবো। আপনারা দেখছেন Nour 360. চলুন শুরু করা যাক।
Robi Minute Check 2022
আমরা কম বেশি মিনিট অফার কিনে থাকি। কিন্তু মাঝে মাঝে আমাদের অবশিষ্ট মিনিট চেক করতে হয়।
আর আপনি রবি ইউজার হলে অবশ্যই আপনাকে রবি সিমের মিনিট চেক কোড জানতে হবে। কেননা এক এক অপারেটরের কোড ভিন্ন রকম। তো আসুন আমরা রবিতে মিনিট চেক করার নিয়ম জেনে নেই।
বন্ধুরা রবি মিনিট দেখার জন্য অনেক গুলো উপায় রয়েছে। আজকে আমরাই এই পোস্ট এ সবগুলো উপায় সম্পর্কে জানবো। নিচে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলোঃ
চাইলে দেখতে পারেনঃ রবি নাম্বার কিভাবে দেখে?
ধাপঃ ১ – Robi Minute Check Code 2022
আমাদের রবিতে মিনিট চেক করার প্রথম ধাপ এটি। আপনার রবি সিম দিয়ে মিনিট চেক করতে প্রথমে আপনার ডায়েল প্যাডে চলে যান।
তারপর এই খানে গিয়ে ডায়েল করুনঃ *222*2#. তারপর একটি পপআপ ওইন্ডোতে আপনি আপনার অবশিষ্ট মিনিটগুলো দেখতে পারবেন।
ধাপঃ ২ – রবি মিনিট চেক কোড ২০২২
উপরের দেওয়া ধাপটি অবলম্বন কারার পর যদি আপনি আপনার রবি সিমের মিনিট চেক করতে ব্যর্থ হন। তাহলে আপনি এই ধাপটি ফলো করতে পারেন।
এর জন্য আপনাকে আবারও চলে যেতে হবে ডায়েল প্যাডে। তারপর ডায়লে প্যাডে টাইপ করুনঃ *222*9#. তারপর কিছু সেকেন্ড পর আবারও আপনি একটি ওইন্ডোতে আপনার মিনিট দেখতে পারবেন।
ধাপঃ ৩ – রবি অ্যাপ দিয়ে রবির মিনিট চেক করুন
যদি আপনি উপরের দেওয়া ২টি ধাপ ফলো করার পরও রবির মিনিট চেক করতে কোনো সমস্যায় পরেন। তাহলে আপনি রবি অ্যাপ দিয়ে সরাসরি আপনার রবি সিমের অবশিষ্ট মিনিট দেখত্বে পারবেন।
এর জন্য আপনার কোনো পরিশ্রম করতে হবে না। প্রথমে আপনার My Robi অ্যাপটি না থাকলে সেটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন। তারপর আপনার মোবাইল নম্বর দিয়ে সাইন আপ করুন।
অতঃপর আপনি আপনার অ্যাপের হোমপেজে আপনার অবশিষ্ট মিনিট অফার দেখতে পারবেন।
উপসংহার
তো এভাবেই আপনি সহজে রবি মিনিট চেক করতে পারবেন। আশাকরি এই পোস্টটি আপনার উপকারে এসেছে।
ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং আপনি চাইলে এখানে ক্লিক করে এয়ারটেল মিনিট চেক কোড সম্পর্কে জানতে পারবেন। ধন্যবাদ