Table of Contents
বাংলালিংক মিনিট চেক করার কোড ২০২১
আপনি কি বাংলালিংক মিনিট চেক করতে চান? তাহলে আপনাকে বাংলালিংক মিনিট চেক কোড সম্পর্কে জানতে হবে।
তাই বাংলালিংক মিনিট চেক করার কোড এবং বাংলালিংক এর মিনিট চেক করে কিভাবে? জানতে হলে পুরো পোস্টটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা দেখছেন Nour 360. তো চলুন শুরু করি আজকের পোস্ট।
তো বন্ধুরা বাংলালিংক সিমে মিনিট চেক করার অনেকগুলো পদ্ধতি রয়েছে। আজকে আমরা বাংলালিংক মিনিট চেক করার সব পদ্ধতিগুলো দেখবো।
কারণ একটি পদ্ধতি ফলো করে কাজ না হলে আপনি খুব সহজেই অন্য পদ্ধতিটি দিয়ে চেষ্টা করতে পারবেন।
পদ্ধতি ১ : বাংলালিংক মিনিট চেক কোড
বন্ধুরা বাংলালিংক মিনিট চেক করতে আপনি প্রথমেই এই পদ্ধতিটি দিয়ে চেষ্টা করতে পারেন। এর জন্য প্রথমেই আপনি আপনার ডায়েল প্যাডে চলে যাবেন।
এবং সেখানে গিয়ে আপনাকে ডায়েল করতে হবে *124*2# . এই কোডটি ডায়েল করার সাথে সাথে আপনি একটি পপআপ বারে আপনি আপনারা বাংলালিংক সিমের অবশিষ্ট মিনিটগুলো দেখতে পারবেন।
পদ্ধতি ২ : বাংলালিংক এর মিনিট চেক করার নিয়ম
উপরের দেওয়া পদ্ধতিটি যদি আপনার এখানে কাজ না করে, তাহলে আপনি এই পদ্ধতিটি অবলম্ব করুন।
এবার আপনি চলে যাবেন আপনার ডায়েল প্যাডে এবং সেখনে গিয়ে ডায়েল বা টাইপ করবেন : *121*31#. এবং ডায়েল করা কিছু সেকন্ড পর আপনি আগেরবারের মতো একটি পপআপ ওইন্ডোতে আপনার অবশিষ্ট মিনিটগুলো দেখতে পাবেন।
পদ্ধতি ৩ : বাংলালিংক সিমে মিনিট চেক করে কিভাবে?
যদি আপনার উপরের ২টি পদ্ধতি দিয়েও আপনি আপনার বাংলালিংক সিমে মিনিট চেক করতে না পারেন। তাহলে আপনি এই ৩ নাম্বার পদ্ধতিটি ফলো করতে পারেন।
কারণ এইটিই হলো বাংলালিংক মিনিট চেক করার সবচেয়ে সহজ মাধ্যমে। তো এর জন্য আপনার My Banglalink অ্যাপটি প্রয়োজন পরবে। যদি না থাকে তাহলে অ্যাপটি ইনস্টল করে নিবেন।
তো প্রথমেই আপনি আপনার ফোন নাম্বার দিয়ে My Banglalink অ্যাপটিতে লগিন করেন। তারপর আপনি অ্যাপটির হোম পেজেই আপনার অবশিষ্ট মিনিটগুলো দেখতে পাবেন।
সর্বশেষ
তো এভাবেই বাংলালিংক সিম দিয়ে মিনিট চেক করে। আশাকরি এই ব্লগটি ফলো করে আপনি বাংলালিংক মিনিট চেক কোড সম্পর্কে জানতে পেরেছেন।
ভালো লাগলে পোস্টটি অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ