Table of Contents
জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম কি?
জন্ম নিবন্ধন সংশোধন করব কিভাবে? যদি এরকম প্রশ্ন আপনার মাথায় ঘুরপাক করে। তাহলে আজকের এই পোস্টটি শেষ অবধি দেখতে থাকুন।
কারণ আজকে আমি আপনাদের শিখাবো জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন কিভাবে করবেন, সে বিষয়ে। এবং কি কি শর্ত ও নিয়মকানুন এবং প্রয়োজনীয় জিনিসপত্র।
এবং আপনি আরও জানতে পারবেন, জন্ম নিবন্ধন সংশোধন ফি কত ২০২১ সম্পর্কে। আপনারা দেখছেন Nour360. চলুন শুরু করি আজকের এই পোস্টটি।
দেখুনঃ অরিজিনাল ভিটমেট অ্যাপস
জন্ম নিবন্ধন সংশোধন করার শর্তগুলো জানুন
আমাদের জন্ম নিবন্ধন সনদ কার্ডে কোনো তথ্য ভূল থাকলে জন্ম সনদ সংশোধন করার দরকার পরে।
তাই যদি আপনি জন্ম তথ্য সংশোধন করতে চান। তাহলে এ ক্ষেত্রে আপনাকে কিছু শর্ত ও নিয়মাবলি মানতে হবে। যেমনঃ
বাবা বা মা-র জন্ম সনদ নিবন্ধন নাম্বার না থেকে থাকলে ও যদি জন্ম তারিখ 01/01/2000 এর আগে হলে, জন্ম সনদ নিবন্ধনের তথ্য সংশোধন আবেদন করার সময়,
আপনার বাবা বা মা-র নাম সংশোধন করতে পারবেন। তাহলে যদি বাবা বা মা মৃত হয়। তবুও তাদের মৃত্যুর কোন প্রমাণপত্র দাখিল করার প্রয়োজন পরবে না।
আর যদি বাবা বা মা-র জন্ম সনদ নিবন্ধন নম্বর না থেকে থাকে এবং বাবা বা মা-র মৃত হলে এবং জন্ম তারিখ 01/01/2000 এর পর হয়ে থাকলে,
তাহলেও জন্ম সনদ নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করার সময় বাবা বা মা-র নাম সংশোধন করা সম্ভব। এক্ষেত্রে বাবা বা মা-র মৃত্যুর প্রমান দাখিল করার দরকার হতে পারে।
যদি বাবা বা মা-র নাম সংশোধন করতে চান, তাহলে বাবা বা মা-র জন্ম নিবন্ধন সনদ প্রত্রের নাম্বার থেকে থাকলে,
প্রথমেই তাদের জন্ম সনদ নিবন্ধনের নাম্বার দিয়ে জন্ম নিবন্ধন সকল তথ্য সংশোধন এর আবেদন করার মাধ্যমে তাদের নাম সংশোধন করতে পারবেন।
জন্ম নিবন্ধন সংশোধন করার প্রয়োজনীয় জিনিসপত্র কি?
- ব্যক্তিগত তথ্য পরিবর্তন (নাম, জন্ম তারিখ, বাবা ও মা-র নাম)
- এন আইডি কার্ড / ভোটার আইডি কার্ড রিপ্রিন্ট (অস্পষ্ট হলে)
স্থায়ী-অস্থায়ী ঠিকানা পরিবর্তন। - আপনার ছবি পরিবর্তন করতে হবে। (আপনার ছবি অস্পষ্ট হতে হবে)
- ভোটার এলাকা পরিবর্তন করতে হবে। (যে এলাকায় ভোটার হয়েছেন)
জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করার নিয়ম
জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য প্রথমেই আপনাকে জন্ম সনদ নিবন্ধন সংশোধন নামক একটি সরকারি ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
সরাসরি ভিজিট করার জন্য এখানে ক্লিক করুন। তারপর ওই ওয়েবসাইটে ভিজিট করার পর আপনি ২টি খালি বক্স দেখতে পারবেন।
তারপর প্রথম বক্সটিতে আপনাকে জন্ম সনদ কার্ডে থাকা জন্ম নিবন্ধন নাম্বারটি দিন। তারপর দ্বিতীয় বক্সে আপনাকে আপনার জন্ম সনদ কার্ডে থাকা জন্ম তারিখটি দিতে হবে।
তারপর সর্বশেষবারের মতো আপনাকে অনুসন্ধান বাটনে ক্লিক করতে হবে।
অতঃপর আপনার দেওয়া তথ্য সঠিক থাকলে আপনার জন্ম নিবন্ধন সংশোধন সম্পর্কিত তথ্য আপনি আপনার স্ক্রিনে দেখতে পারবেন।
এভাবেই আপনি জন্ম নিবন্ধন সনদ সংশোধনের জন্য আবেদন করতে পারবেন।
শেষ কথা
তো এভাবেই আসলে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করতে হয়। আশাকরি আজকের ব্লগটি আপনার ভালো লেগেছে।
এবং উপকারে এসেছে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এবং জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে লেখাটিতে ক্লিক করুন। ধন্যবাদ