বাংলালিংক ইন্টারনেট অফার ২০২২ (Banglalink)

বাংলালিংক ইন্টারনেট অফার ২০২২

হ্যালো বন্ধুরা আশাকরি সবাই ভালো আছেন। আজকে আমরা বাংলালিংক ইন্টারনেট অফার ২০২২ এর সেরা ইন্টারনেট অফারগুলো দেখতে চলেছি।

এবং আমরা আজকে বাংলালিংক এর সেরা সব ইন্টারনেট প্যাকগুলো নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করবো। তো আপনারা দেখছেন Nour 360. তো চলুন আজকের পোস্টটি শুরু করি।

বন্ধুরা প্রযুক্তির এই যুগে আমরা এখন প্রচুর পরিমানে ইন্টারনেট বা ডাটা ব্যবহার করে থাকি। আর যখনই আমাদের ইন্টারনেট শেষ হয় যায়।

তখনই আমাদের পুনরায় আবার ইন্টারনেট কিনতে হয়। তাই আপনি যদি বাংলালিংক ব্যবহারকারি হয়ে থাকেন।

আর যদি আপনি বাংলালিংক ইন্টারনেট অফার কিনতে চান। তাহলে এই পোস্টটি আপনার জন্য। কারন আজকে আমরা বাংলালিংক সিমের সব ইন্টারনেট অফার গুলো নিয়ে আলোচনা করবো।

এগুলো আপনার পছন্দ হতে পারেঃ

বন্ধুরা বর্তমান সময়ে যেমন বাংলালিংক কোম্পানি বা অপারেটরের গ্রহক যেভাবে বৃদ্ধি পাচ্ছে। তেমনি গ্রহকের মন জয় করার জন্য বাংলালিংক প্রতিনিয়তই নতুন নতুন ইন্টারনেট অফার নিয়ে আসছে।

তাই বাংলালিংক এর অনেক ইন্টারনেট অফার রয়েছে। আর যেহেতু আমি বলেছি আজকে আমরা সব গুলো অফার নিয়ে আলোচনা করবো। তাই আজকেই আমরা সেটাই করবো।

বাংলালিংক সিমের সকল ইন্টারনেট অফার

প্রথমে আমরা ১ সারিতে সব ইন্টারনেট অফার গুলো দেখবো। তারপর আমরা সবগুলো ইন্টারনেট অফার গুলোকে আলাদা আলাদা ভাবে আলোচনা করবো।

নিচের সারনিতে সেরা সবগুলো বাংলালিংক ইন্টারনেট অফার গুলো দেওয়া হলো:

বাংলালিংক ইন্টারনেট অফার ২০২২
All Internet Pack Price Validity Code
2.5 GB 209 tk 30 Days *121*299#
6 GB 299 tk 30 Days *121*299#>
5 GB 46 tk 30 Days *121*46#
40 GB 499 tk 30 Days *121*499#
50 GB 300 tk 30 Days *5000*300#
15 GB 96 tk 30 Days *5000*396#
3 GB 249 tk 30 Days *121*249#
12 GB 399 tk 30 Days *121*399#
45 GB 699 tk 30 Days *121*699#
55 GB 999 tk 30 Days *121*999#
1 GB 16 tk 7 Days *121*16#
500 MB 42 tk 7 Days *121*42#
2 GB 50 tk 7 Days *5000*50#
2 GB 99 tk 7 Days *121*99#
4 GB 108 tk 7 Days *121*108#
7 GB 114 tk 7 Days *121*114#
10 GB 129 tk 7 Days *121*129#
20 GB 149 tk 7 Days *121*149#
500 MB 9 tk 4 Days *5000*309#
1 GB 9 tk 4 Days *121*309#
75 MB 13 tk 4 Days *121*13#
200 MB 18 tk 3 Days *121*18#
512 MB 23 tk 3 Days *121*23#
1 GB 36 tk 3 Days *121*36#
1.5 GB 41 tk 3 Days *121*41#
2 GB 49 tk 3 Days *121*49#
3 GB 58 tk 3 Days *121*58#
4 GB 64 tk 3 Days *121*64#
5.5 GB 73 tk 3 Days *121*73#
8 GB 89 tk 3 Days *121*89#
See also  বাংলালিংক নাম্বার চেক করার কোড ২০২২

বন্ধুরা এবার আমরা উপরের দেওয়া সবগুলো ইন্টারনেট অফার গুলো একে একে আলাদাভাবে আলোচনা করবো।

বাংলালিংক ইন্টারনেট অফার ৩০ দিন

বাংলালিংক ইন্টারনেট অফার ৩০ দিন
বাংলালিংক ইন্টারনেট অফার ৩০ দিন

বন্ধুরা সর্বপ্রথমে আমরা বাংলালিংক এর ৩০ দিনের ইন্টারনেট অফার গুলো নিয়ে আলোচনা করবো।

কেননা বেশিরভাগ মানুষই মাসিক ইন্টারনেট অফার কিনতে চায়। তাই এই ৩০ দিনের বাংলালিংক ইন্টারনেট প্যাক গুলোকে আমি সবার প্রথমে রেখেছি।

তো নিচে এই অফারগুলোকে তুলে ধরা হলো:

30days Internet Pack Price Validity Code
2.5 GB 209 tk 30 Days *121*299#
6 GB 299 tk 30 Days *121*299#>
5 GB 46 tk 30 Days *121*46#
40 GB 499 tk 30 Days *121*499#
50 GB 300 tk 30 Days *5000*300#
15 GB 96 tk 30 Days *5000*396#
3 GB> 249 tk 30 Days *121*249#
12 GB 399 tk 30 Days *121*399#
45 GB 699 tk 30 Days *121*699#
55 GB 999 tk 30 Days *121*999#

তো বন্ধুরা এবার চলুন আমরা উপরের সবগুলো বাংলালিংক ৩০ দিনের ইন্টারনেট অফারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি।

নিচে বাংলালিংক ইন্টারনেট অফার ৩০ দিনের গুলো নিয়ে আলাদাভাবে আলোচনা করা হলোঃ

বাংলালিংক 209 টাকায় 2.5 জিবি ইন্টারনেট অফার

আপনি যদি কম টাকায় বাংলালিংক মাসিক ইন্টারনেট অফার কিনতে চান, তাহলে আপনি এই ইন্টারনেট প্যাকটি কিনতে পারেন। এই প্যাকে আপনি পাবেন ২.৫ জিবি ইন্টারনেট।

এবং প্যাকটির মুল্য ২০৯ টাকা। আর এই ইন্টারনেট অফারটির মেয়াদ থাকবে ৩০ দিন। অফারটু ক্রয় করতে এক্ষুনি ডায়েল করুন : *121*29
09#.

  1. ইন্টারনেট পরিমান : ২.৫ জিবি।
  2. প্যাকেজ মুল্য : ২০৯ টাকা।
  3. অফারটির মেয়াদ : ৩০ দিন।
See also  রবি মিনিট চেক কোড ২০২২ - Robi Minute Check

6 জিবি 299 টাকার বাংলালিংক ইন্টারনেট প্যাক

আপনি যদি কম খরচে মাসিক ইন্টারনেট অফার ক্রয় করতে চান। তাহলে এই প্যাকটি আপনার জন্য। এই ইন্টারনেট অফারটিতে আপনি পাবেন মাত্র ২৯৯ টাকায় ৬ জিবি বাংলালিংক ইন্টারনেট।

আর এই ইন্টারনেট অফারটির মেয়াদ থাকবে ৩০ দিন। এই ইন্টারনেট প্যাকটি কিনতে আপনার ডায়েল প্যাডে গিয়ে ডায়েল করুন *121*299#.

  1. ইন্টারনেট পরিমান : ৬ জিবি।
  2. প্যাকেজ মুল্য : ২৯৯ টাকা।
  3. অফারটির মেয়াদ : ৩০ দিন।

বাংলালিংক ৫ জিবি 45 টাকা টফি ইন্টারনেট অফার

আপনি যদি শুধু মাত্র টফি অ্যাপস ব্যবহার করার জন্য মাসিক ইন্টারনেট অফার খুজে থাকেন। তাহলে এই অফারটি একটি সেরা অফার।

আগেই বলে রাখি এই অফারটি কিনলে অফারের থাকা ৫ জিবি ইন্টারনেট আপনি শুধু মাত্র টফি অ্যাপ এ ব্যবহার করতে পারবেন। যাইহোক এই অফারটি কিনতে চাইলে ডায়েল করুন : *121*46#।

তো এই অফার আপনি পাচ্ছে ৫ জিবি ইন্টারনেট মাত্র ৪৫ টাকায়। আর এই অফারটির মেয়াদ থাকবে ৩০ দিন

  1. ইন্টারনেট পরিমান : ৫ জিবি।
  2. প্যাকেজ মুল্য : ৪৫ টাকা।
  3. অফারটির মেয়াদ: ৩০ দিন।

বাংলালিংকে 40 জিবি ইন্টারনেট মাত্র 499 টাকায়

আপনি যদি বেশি ইন্টারনেট ব্যবহারকারি হয়ে থাকেন। আর আপনি যদি মাসিক ইন্টারনেট খুজে থাকেন।

তাহলে এই অফারটি আপনার জন্য রয়েছে। বাংলালিংকে মাসিক ইন্টারনেট অফারের মধ্যে এই অফারটি সবচেয়ে বেশি জনপ্রিয়।

কেননা এই অফারে মাত্র ৪৯৯ টাকার বিনিময়ে আপনি পাচ্ছে ৪০ জিবি ইন্টারনেট অফার। যার মেয়াদ থাকবে ৩০ দিন পর্যন্ত। আপনি যদি এই অফারটি কিনতে চান তাহলে আপনাকে *121*499# ডায়েল করতে হবে

  1. ইন্টারনেট পরিমান : ৪০ জিবি।
  2. প্যাকেজ মুল্য : ৪৯৯ টাকা।
  3. অফারটির মেয়াদ : ৩০ দিন।

50 জিবি ইন্টারনেট মাত্র ৩০০ টাকা বাংলালিংক অফার

যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন। তাহলে এই ইন্টারনেট প্যাকটি আপনার জন্য। এই ইন্টারনেট প্যাক দিয়ে আপনি শুধু মাত্র Google Meet, Classroom, Skype, Microsoft Team, Zoom অ্যাপস গুলো ব্যবহার করতে পারবেন ।

কারণ আগেই বলেছি এটি একটি বাংলালিংক স্টুডেন্ট ইন্টারনেট অফার। যদি আপনি এই অফারটি ক্রয় করতে চান তাহলে আপনাকে *5000*300# ডায়েল করতে হবে।

এই অফারটিতে আপনি পাবেন ৫০ জিবি মেগাবাইট এবং এই ইন্টারনেট প্যাকটির মেয়াদ থাকবে ৩০ দিন। আর অফারটির মুল্য মাত্র ৩০০ টাকা।

  1. ইন্টারনেট পরিমান : ৫০ জিবি।
  2. প্যাকেজ মুল্য : ৩০০ টাকা।
  3. অফারটির মেয়াদ : ৩০ দিন।

বাংলালিংক ইন্টারনেট অফার ১৫ জিবি ৯৬ টাকা

প্রথমেই বলে নেই এই অফারটি শুধুমাত্র যারা টফি অ্যাপস ব্যবহার করেন তাদের জন্য। এবং এই অফারটি কিনলে আপনি টফি অ্যাপ ছাড়া অন্য অ্যাপ ব্যবহার করতে পারবেন না।

See also  এয়ারটেল মিনিট চেক কোড ২০২১ Airtel Minute check code 2021

কারণ এটি একটি বাংলালিংক টফি ইন্টারনেট অফার।

এই অফারে আপনি পাচ্ছেন ১৫ জিবি ইন্টারনেট মাত্র ৯৬ টাকায়। এই অফারটি কিনতে আপনার ডায়েলারে গিয়ে ডায়েল করুন *5000*396#. তারপর আপনি এই অফারটি কিনতে পারবেন। আর এই অফারটি মেয়াদ থাকবে ৩০ দিন।

  1. ইন্টারনেট পরিমান : ১৫ জিবি।
  2. প্যাকেজ মুল্য : ৯৬ টাকা।
  3. অফারটির মেয়াদ : ৩০ দিন।

বাংলালিংক ২৪৯ টাকায় ৩ জিবি ইন্টারনেট

চাইলে আপনি আপনার বাংলালিংক সিম দিয়ে ২৪৯ টাকায় আপনি পাবেন ৩ জিবি।

এই অফারটি দাম হলেও এর মেয়াদ আপনি পাচ্ছেন পুরো ৩০ দিন পর্যন্ত। যারা শুধুমাত্র ইমু বা ম্যাসেঞ্জার ব্যবহার করেন অফারটি তাদের জন্য ভালো একটি অফার।

যদিও এই ৩ জিবি আপনি সব কিছুতেই ব্যবহার করতে পারবেন। যাইহোক যদি আপনি এই অফারটি কিনতে চান। তাহলে আপনাকে ডায়েল করতে হবে *121*249#. ডায়েল করার পর আপনি এই অফারটি কিনে নিতে পারবেন।

  1. ইন্টারনেট পরিমান : ৩ জিবি।
  2. প্যাকেজ মুল্য : ২৪৯ টাকা।
  3. অফারটির মেয়াদ : ৩০ দিন।

12 জিবি 399 টাকায় বাংলালিংক ইন্টারনেট প্যাক

এখন মাত্র ৩৯৯ টাকায় আপনি বাংলালিংকে পাচ্ছেন ১২ জিবি ইন্টারনেট। এই অফারটি যদি আপনি কিনতে চান। তাহলে আপনাকে আপনার ডায়েলার অ্যাপে গিয়ে *121*399# ডায়েল করতে হবে।

তারপর আপনি এই অফারটি দেখতে পাবেন এবং চাইলে অফারটু কিনে নিতে পারবেন। আর এই ১২ জিবি ইন্টারনেট আপনি ৩০ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

  1. ইন্টারনেট পরিমান : ১২ জিবি।
  2. প্যাকেজ মুল্য : ৩৯৯ টাকা।
  3. অফারটির মেয়াদ : ৩০ দিন।

বাংলালিংকে পাচ্ছেন 45 জিবি 699 টাকায়

মুলত যারা বেশি ইন্টারনেট ব্যবহার করে তাদের জন্য এই অফারটি। কারণ এই অফারটি যদি আপনি কিনেন তাহলে আপনি পাবেন ৪৫ জিবি ইন্টারনেট।

এবং অফারটি কিনতে আপনার ৬৯৯ টাকা প্রয়োজন পরবে। আপনি যদি এই অফারটি কিনেন, তাহলে এই অফারটি আপনি ৩০ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। মানে অফারের মেয়াদ ৩০ দিন। যদি এই অফারটি কিনতে চান তাহলে এক্ষুনি ডায়েল করুন *121*699#.

  1. ইন্টারনেট পরিমান : ৪৫ জিবি।
  2. প্যাকেজ মুল্য : ৬৯৯ টাকা।
  3. অফারটির মেয়াদ : ৩০ দিন।

55 জিবি 999 টাকায় বাংলালিংক ইন্টারনেট অফার

যারা অধিক বেশি কিংবা অতিরিক্ত মাত্রায় ইন্টারনেট ব্যবহার করে থাকেন। এই অফারটি তাদের জন্য। এই অফারটি যদি আপনি ক্রয় করতে চান তাহলে অবশ্যই আপনার ব্যালেন্সে ৯৯৯ টাকা থাকতে হবে।

কেননা এই অফারটির মূল্য ৯৯৯ টাকা। আর এই অফারটি কিনলে আপনি পাবেন ৫৫ জিবি ইন্টারনেট। এবং এই বাংলালিংক ইন্টারনেট প্যাকেজটির মেয়াদ থাকবে ৩০ দিন। *121*999# ডায়েল করলেই আপনি এই অফারটি পেয়ে যাবেন।

  1. ইন্টারনেট পরিমান : ৫৫ জিবি।
  2. প্যাকেজ মুল্য : ৯৯৯ টাকা।
  3. অফারটির মেয়াদ : ৩০ দিন।

সর্বশেষ

এই পোস্টে আমি বাংলালিংক সিমের সকল এমবি অফার যেমন ৩০ দিনের বাংলালিংক এমবি অফার, ৭ দিনের বাংলালিংক ইন্টারনেট অফার, ৩ ও ৪ দিনের বাংলালিংক ইন্টারনেট প্যাকেজগুলো নিয়ে আলোচনা করেছি।

আশাকরি আজকেরি এই বাংলালিংক ইন্টারনেট অফারগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ

Scroll to Top
Scroll to Top